Header Ads

বসিরহাটে ত্রাণ বিলিকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক, শাসক-বিরোধী চাপানউতর শুরু

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝে ত্রাণ কিংবা রেশন বিলিকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে তৃণমূলের ত্রাণ বিলিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একদল দুস্কৃতী ব্যাপক তান্ডব চালায়। দোকানে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতীরা। এমনকি গুলিও চলে। ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন এলাকার যুবক। আক্রান্ত হন ১০ মহিলাও পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। বিরোধী রাজনৈতিক দলের ইন্ধনে এসব ঘটছে বল স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের পাটকেলপোতা গ্রামে তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ বিলি করা হচ্ছিল।
 এরমাঝে হঠাই একদল দুস্কৃতী এসে তান্ডব চালাতে শুরু করে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতীরা। পরিস্থিতি নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুস্কৃতীদের ছোঁড়া গুলিতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষনাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা। খবর পেয়ে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটার পিছনে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল। তবে মানতে না রাজ বাম কিংবা বিজেপি। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে সিপিএম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.