Header Ads

রজস্বের বিপুল ক্ষতি; তাই লকডাউন বাড়লেও খুলছে মদের দোকান।

নজরবন্দি ব্যুরোঃ সুরাপ্রেমীদের জন্যে অবশেষে সুখবর দিল কেন্দ্র; লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও কেন্দ্রের সরকার জানিয়ে দিল খোলা যাবে মদ এবং তামাকজাত দ্রব্যের দোকান। আজ কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউনের মেয়াদ আগামি ১৭ই মে পর্যন্ত বৃদ্ধি করার ঘোষনার পাশাপাশি এই সুখবর দেওয়া হয়েছে সুরাপ্রেমীদের জন্যে। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে বিষয়টির ওপরে।
জানানো হয়েছে সব জায়গায় দোকান খোলা যাবে না, শুধুমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনগুলোতেই দোকান খোলা যাবে। পাশাপাশি রেড জোনের মধ্যে কনটেনমেন্ট এলাকার বাইরে খুলে রাখা যাবে দোকান। তবে দোকান খুললেও যাঁরা লাইন দেবেন মদ কিনতে তাঁদের প্রত্যেকের মধ্যে অন্তত ২ মিটার করে ব্যবধান থাকতে হবে। পাশাপাশি একই সময়ে পাঁচ জনের বেশি লাইন দেওয়া যাবে না। যদিও শপিং মল বা শপিং কমপ্লেক্সের ভেতরে দোকান থাকলে তা খোলা যাবে না। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত মদের দোকান বন্ধ দেশজুড়ে। এরফলে ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি টাকার রাজস্ব! পাশাপাশি, গত কয়েক সপ্তাহে মদ দোকান খোলা নিয়ে একাধিক বার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয় মদ উৎপাদক সংগঠন গুলি। সম্ভবত তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.