Header Ads

ফের করোনা আক্রান্ত অশোকনগরে পরিবার কে পাঠানো হল কোয়ারেন্টাইনে।

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় নতুন রেকর্ড করেছে দেশ। তাছাড়া প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উত্তর ২৪ পরগনার অশোকনগরে করোনা আক্রান্ত আরো একজন। করোনা ভাইরাসের উপসর্গে সন্দেহ হয়ে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। এবং পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। কয়েকদিন ধরেই জ্বর সহ একাধিক উপসর্গ ছিল। আক্রান্ত ব্যক্তি অশোকনগরের মালবেরিয়ার বাসিন্দা।
 সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ নেন, রিপোর্ট পজিটিভ আশায় সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়। কোয়ারেন্টাইনে পাঠানো হয় বাড়ির বাদ বাকি সদস্যদের। পরিবার ছাড়া ওই ব্যক্তি আর কার কার সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ খবর নেওয়া শুরু করেছে প্রশাসন। কয়েকদিন আগেই এই অশোকনগরের বাঁশপুল এলাকার এক বাসিন্দার শরীরে পাওয়া যায় এই ভাইরাস। এবং রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই থাকে বারাসাতের কদম্বগাছির কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এবং ওই ব্যক্তির সদস্যদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এখন অনেকটাই সুস্থ রয়েছেন ওই আক্রান্ত ব্যক্তি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.