করোনার সংখ্যা বিভ্রাট নিয়ে রাজ্যকে খোঁচা; কেন্দ্রের দল আসার পরবর্তী অ্যাকশনঃ রাজ্যপাল
নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি কেন্দ্রের প্রতিনিধি দল আসা নিয়ে রাজ্যের মনভাবকেও কটাক্ষ করতে ছাড়েন নি তিনি। তবে এবার একটি ভিডিও বার্তায় ফের রাজ্য সরকারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল। তিনি বলেন 'কেন্দ্রীয় প্রতিনিধি দলে রাজ্যে আসার পর রাজ্যের কাজে পরিবর্তন এসেছে।'
৩০ এপ্রিল বিকেলে রাজ্য সরকারের তরফে প্রকাশিত দুটি করোনা রিপোর্টকে হাতিয়ার করে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান সেদিনের মোট আক্রান্তের সংখ্যা ৫৭২। অথচ কেন্দ্রকে পাঠানো রিপোর্টে স্বাস্থ্যসচিব জানিয়েছেন আক্রান্তের সংখ্যা ৯৩১।
একই দিনে কিভাবে এতটা সংখ্যার পার্থক্য হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় দল পাঠানো যুক্তরাষ্ট্রের কাঠামোর পরিপন্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানিয়ে দেওয়া হয় প্রতিনিধি দলকে স্বাধীনতা দিতেই হবে। এরপরই রাজ্য ওই প্রতিনিধি দলকে করোনা আক্রান্ত এলাকায় যাওয়ার ছাড়পত্র দেয়। তবে প্রতিনিধি দল নিজেদদের পর্যবেক্ষনের পর রিপোর্ট দেয়। আবার রাজ্য সরকার রাজ্যের চারটি জেলাকে করোনা রেড জোন হিসেবে চিহ্নিত করলেও কেন্দ্র সরকার রাজ্যের ১০ জেলাকে রেড জোনের আওতায় ফেলে। ফলে চাপ অনেক খানি বেড়েছে রাজ্যের। অন্যদিকে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যে আসার পর সেই সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেই আবহে রাজ্যপাল জগদীপ ধনকড়েন এহেন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

No comments