Header Ads

কেন্দ্র ও রাজ্যের করোনা আক্রান্তের তালিকায় ফারাক প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে তিক্ততার সম্পর্ক বার বার প্রকাশে চলে এসেছে। আর তা নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। করোনাভাইরাস মোকাবিলা নিয়ে শনিবার ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন পরপর দুটি ট্যুইট করেন রাজ্যপাল। ইতিমধ্যে সেই ট্যুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজ্যে।   করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পক্ষ থেকে কেন ১ মে হেল্থ বুলেটিন দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের তালিকায় কেন এত ফারাক, তাই নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল।
এদিন তিনি টুইট করে বলেন, কোভিড-19 নিয়ে সমস্ত তথ্য স্বচ্ছ ভাবে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। গত ৩০ এপ্রিলে স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। কিন্তু ১ মে কোন হেলথ বুলেটিন নেই। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৯৩১। ৫৭২ আর ৯৩১ এর মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। এতটা খারাপ কেন থাকবে যখন সবাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
এদিন ফের এবার রাজ্যের স্বাস্থ্য দফতরকেই সরাসরি নিশানা করলেন রাজ্যপাল। পরপর দুটি টুইট করে রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন শুক্রবার করোনা সংক্রমণ নিয়ে হেলথ বুলেটিন জারি করল না, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের তালিকার মধ্যে ফারাক কেন থাকবে তা নিয়ে সরবও হলেন তিনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.