Header Ads

১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ট্রেন ও দেশিয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে আরও দু-সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের সময় সীমা, চলবে ১৭ মে পর্যন্ত। কেন্দ্রের লকডাউন বৃদ্ধির নির্দেশিকা মাথায় রেখেই দেশে সব যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ট্রেন পরিষেবা। শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চলবে। তাতে নির্দিষ্ট গন্তব্য ছাড়া ট্রেন থামবে না বলে জানানো হয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ছাত্রছাত্রী এবং পর্যটক বা চিকিত্সার জন্য অন্য রাজ্যে গিয়ে আটকে পড়াদেরও ফেরানো হবে এই বিশেষ ট্রেনে।১৭ তারিখ পর্যন্ত দেশের কোনও রেল স্টেশনে কোনও রকম টিকিট বুকিং করানো যাবে না অপর দিকে আগামী ১৭ মে পর্যন্ত দেশিয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ থাকবে বলে ডিজিসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে। সব বিমান সংস্থাকে টিকিট বুকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন কোনও টিকিট বুকিং শুরু না হয় ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.