Header Ads

করোনা আক্রান্ত ১৩৭ তীর্থযাত্রী!

নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের হুজুর সাহিব থেকে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একধাক্কায় ১৩৭ জন।
এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পঞ্জাব মেডিক্যাল এডুকেশন এণ্ড রিসার্চ মন্ত্রী ওপি সোনি। এই খবর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

শুক্রবার, পঞ্জাবে ১০৫ নতুন করোনা সংক্রমণের বিষয় জানা গিয়েছে, এমন তথ্য দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পঞ্জাবে স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৮৫ এবং মারা গিয়েছেন ২০ জন। গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড হারে সংখ্যা বৃদ্ধি পেয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২২৯৩ জন, মৃত্যু হয়েছে ৭১ জনের। দেশে এর আগে একদিনে এত মানুষের করোনায় মৃত্যু হয়নি। মোট সংখ্যার বিচারে দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৩৬ জন মানুষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.