Header Ads

দেশে সংক্রমণ ছাড়িয়ে গেল ৯১ হাজার; লকডাউন বাড়ানোর ঘোষণা মহারাষ্ট্রে। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে সংক্রমনের পরিমান। টেস্ট যত বাড়ছে সংক্রমনের গতিও ততই বাড়ছে। চিনকে সংক্রমনের নিরিখে পেরিয়ে সম্প্রতি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামিত দেশ গুলোর মধ্যে ভারত স্থান করে নিয়েছে ১১ নাম্বারে। এই মুহুর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, ৯১ হাজার ২৩৫জন।
এই সংখ্যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৪ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৭৮৯ জন। অন্যদিকে দেশের মোট আক্রান্তের মধ্যে ৩০ শতাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। শুধু মহারাষ্ট্রেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭০৬ জন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৮৮ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৫ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজার ৪৮৩ জন। এই অবস্থায় কোন ঝুকি না নিয়ে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার। প্রসঙ্গত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের সাথে শেষ ভিডিও কনফারেন্সিং এর দিন লকদাউন বাড়ানোর পক্ষে জোর সওয়াল করেছিলেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.