Header Ads

জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজের জন্য সবুজ সংকেত দিল বোর্ড

নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বহুদিন ধরে বন্ধ সব ধরনের খেলাধুলো। ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইপিএল, সব কিছুই বর্তমানে বন্ধ। কিন্তু জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় দলের কোনও সমসয়া নেই বলেই জানিয়ে দিল বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, 'সব কিছুই নির্ভর করছে সরকারের নির্দেশিকার উপর। লকডাউন তোলা ও যাতায়াত নিয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর।
 যদি আমাদের ক্রিকেটারদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা না হয়, তাহলে শ্রীলঙ্কায় খেলতে যেতে আমরা তৈরি।' করোনা সংক্রমনের জেরে মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ ভেস্তে যাওয়ার পর থেকে আর মাঠে নামেননি ক্রিকেটাররা। লকডাউনে গৃহবন্দি রয়েছেন সবাই।দীর্ঘদিন বন্ধ থাকায় বিরাট আর্থিক ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে ম্যাচ সম্প্রচারের জন্য কোনও টেলিভিশনের সঙ্গে চুক্তি নেই লঙ্কা কর্তাদের। ভারত সিরিজ খেলতে গেলে নতুন চুক্তি হবে এবং বোর্ড আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.