রবিবার ভোর রাতে আবার দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, আহত কমপক্ষে ২০ জন
নজরবন্দি ব্যুরোঃ পরিযায়ী শ্রমিকদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা যেন লেগেই রয়েছে। কখনও হেঁটে আসতে গিয়ে ক্লান্ত হয়ে প্রাণহানি হচ্ছে তাঁদের। আবার কখনও পথ দুর্ঘটনাতে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। শনিবার ভোররাতে পুরুলিয়ার চার শ্রমিক উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মারা যান। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ২ লক্ষ টাকা করে দেওয়া হয় আর্থিক সাহায্যও। এর পর ফের রবিবার দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস। আহত কমপক্ষে ২০ জন শ্রমিক।
দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ি কলেজ সংলগ্ন খোলাইগ্রাম চৌপথি এলাকায়। রবিবার ভোররাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে পৌঁছয়। আহত শ্রমিকদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাসটিকে ধূপগুড়ি বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হয়েছে ।
দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ি কলেজ সংলগ্ন খোলাইগ্রাম চৌপথি এলাকায়। রবিবার ভোররাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে পৌঁছয়। আহত শ্রমিকদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাসটিকে ধূপগুড়ি বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হয়েছে ।
কোন মন্তব্য নেই