Header Ads

আফ্রিদি আমার ওয়ানডে কেরিয়ার শেষ করে দিয়েছে, বিস্ফোরক কানেরিয়া

নজরবন্দি ব্যুরোঃ ফের সরব পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া। এ বার তাঁর নিশানায় প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়ার তাঁর বিরুদ্ধে অভিযোগ, আফ্রিদি সব সময়েই তাঁর বিরোধিতা করার সঙ্গে ওয়ান ডে ক্রিকেট জীবনও শেষ করেছেন।এর পিছনে ধর্ম ছাড়া আর কোনও কারণের কথা তাঁর পক্ষে ভাবা কঠিন বলে জানিয়েছেন দানিশ। তিনি ধর্মীয় বৈষম্যের শিকার কিনা, প্রশ্ন করা হলে দানিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলা বা আমায় একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলানো, সবসময়ই ও আমার বিরোধিতা করেছে।
 একটা লোক সবসময় আপনার বিরুদ্ধে গেলে, এটা ছাড়া আর কী কারণ থাকতে পারে বলে ভাবব।খেলায় ফিরতে চেয়ে বহুদিন ধরেই পাক ক্রিকেট বোর্ডের সাহায্য প্রার্থনা করছেন তিনি। দানিশ বলেছেন, ধর্মের তাস খেলতে চাই না। পিসিবির মদত চাই। মহম্মদ আমির, সলমন বাটদের ফেরানো গেলে আমায় কেন নয়? হ্যাঁ, ভুল করেছি। অন্যরাও করেছে। আমায় ব্য়বহার করে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। দীর্ঘদিন পাকিস্তানের সেবা করেছি, এবার আমায় সমর্থন করা উচিত ওদের।উল্লেখ্য পাকিস্তানের হয়ে ৬১ টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন দানিশ, গড় ৩৪.৭৯ দানিশের। আর ওয়ান ডে ক্রিকেট খেলেছেন মাত্র ১৮টি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.