Header Ads

তিন আক্রান্তের হদিস; রাতারাতি গ্রিন থেকে অরেঞ্জ জোনে দক্ষিন দিনাজপুর। #Exclusive

অঞ্জন বল, দক্ষিন দিনাজপুরঃ তিন পজিটিভ করোনা সংক্রমন রোগীর হদিস মিলতেই রাতারাতি গ্রিন জোন থেকে ওরেঞ্জ জোনে চলে যাচ্ছে দক্ষিন দিনাজপুর জেলা। পাশাপাশি আর ৩ জন করোনা পজিটিভ সংখ্যা বৃদ্ধি পেল উত্তর দিনাজপুরে। আজ আরো তিন জনের রক্ত পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শনিবার মালদা মেডিকেলের ভিআরডিএলে যে ৬৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছে। এই ৬ জনের মধ্যে ৩ জন দক্ষিন দিনাজপুর ও ৩ জন উত্তরদিনাজপুর জেলার বলে জানা গেছে।

 আরও জানা গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘিতে একজন করে মোট তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ দিনাজপুরের তিন জনই কুশমন্ডি ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে সুত্র মারফত জানা গেছে। যদিও সরকারি ভাবে জেলা প্রশাসনের তরফে এখনও কোন আধিকারিকরা মুখ খুলতে নারাজ। এমনকি তাদের কেউ ফোন তুলতে চাইছেন না এই মুহুর্তে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.