Header Ads

লকডাউনের ফলে চরম আর্থিক সংকটের মুখে রাজ্যের গৃহ শিক্ষকরা, নেই কোন সরকারি সাহায্যও

নজরবন্দি ব্যুরোঃ করোনার ভাইরাসের প্রভাবে যেমন সংকটে পড়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ সেই একই সমস্যা গৃহ শিক্ষক- শিক্ষিকারা। লকডাউনে সবার প্রাইভেট টিউসন বন্ধ ফলে টিউসন করিয়ে মাসের শেষে সামান্য টাকাটাও পাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন রাজ্যের বেশ কয়েক হাজার গৃহ শিক্ষক- শিক্ষিকারা। মার্চ মাস, এপ্রিল মাস ও মে মাস পরপর তিন মাস রাজ্যের সব স্কুলের সাথে বন্ধ প্রাইভেট টিউসনও।
 এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকেও তাঁদের জন্য কোন কিছু ভাবা হয়নি এখনও। তাই "পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি"র পক্ষ থেকে সংগঠনের সভাপতি চন্দন কুমার আখলী রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানিয় বলেছেন “আমাদের এই সমস্যার সমাধানে হস্তক্ষেপ করুক সরকার। আমাদের অনেকেরই পুরো সংসার চলে এই টিউশনের মাধ্যমে উপার্জন করে। আমরা এই অনুরোধ করছি আমাদের টিউশন শুরু করার অনুমতি সরকার অবিলম্বে দিক, আমরা অবশ্যই আমাদের বাচ্চাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে সকলেই মাস্ক ব্যবহার করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ও ছাত্র ছাত্রীদের পড়াশোনার কথা মাথায় রেখে ও আমাদের নিজেদের বাঁচার তাগিদে পড়ানো শুরু করতে চাই”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.