Header Ads

ফুটবলারদের পর এবার ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

নজরবন্দি ব্যুরোঃ ফুটবলের পর এবার ক্রিকেট। সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব। লকডাউনের মধ্যে বিপাকে ইস্টবেঙ্গল ক্রিকেটাররা। দীর্ঘদিন বেতন বন্ধ। চুক্তির ৫০% টাকাও কোনও ক্রিকেটার পাননি। স্পনসর কোয়েসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষে ক্রিকেটারদের বেতন দেওয়া সম্ভব নয়। সিএবির চলতি ক্রিকেট মরশুমে কোয়েস কর্তৃপক্ষ ইস্টবেঙ্গল ক্রিকেট দল গড়ার দায়িত্ব নিয়েছিল। চুক্তি অনুযায়ী অগ্রিম টাকাও ক্রিকেটারদের দেয় কোয়েস। ভালো দল গড়তে ৯০ লক্ষ টাকার বাজেট করা হয়।কোয়েসের তৈরি চুক্তিতে সই করেছিলেন ক্রিকেটাররা।
কিন্তু ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্য-সহ একাধিক সমস্যার জেরে ইস্টবেঙ্গল-কোয়েস চুক্তি আর বাড়ানো হবে না বলে দুই পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট সেক্রেটারি সদানন্দ মুখোপাধ্যায় জানান, "লকডাউনে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। নীতু সরকারের সঙ্গে কথা বলছি। তবে টাকা দেওয়াটা আদৌ কতটা সম্ভব হবে তা বলা মুশকিল। স্পনসরের সঙ্গে চুক্তি ভেঙে যায় এই সমস্যা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব বিপাকে পড়েছে।" সব মিলিয়ে ইস্টবেঙ্গল-কোয়েস ঝামেলায় আদৌ কি টাকা পাবে ক্রিকেটাররা? সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি ক্লাব কর্তারা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.