Header Ads

আইন ভাঙার অভিযোগে তবলিঘি জামাতের ৬৪ জন বিদেশীকে গ্রেফতার করল পুলিশ

নজরবন্দি ব্যুরোঃ আইন ভাঙার অভিযোগে তবলিঘি জামাতের ৬৪ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশের ভূপাল পুলিশ তাদের গ্রেফতার করে।পর্যটক ভিসায় ভারতে এসে তারা ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিল। এই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হল।পুলিশ সূত্রে খবর, ধৃতরা পর্যটক ভিসায় ভারতে আসে। এরপর দেশের বিভিন্ন প্রান্তে হহু ধর্মীয় সভায় যোগ দেয়। এই ঘটনায় ভূপালের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

 আদালতে তাদের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হয়। কিন্তু আদালতে জামিনেই সেই আর্জি খারিজ করে দেন বিচারক। এরপর ভূপাল পুলিশ ওই ৬৪ জন তবলিঘি জামাত সদস্যকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত বিদেশিরা কিরগিজস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, মায়ানমার-সহ বিভিন্ন দেশের বাসিন্দা। তবে তাদের মধ্যে বেশ কয়েক জনের দেহে করোনা ভাইরাস মেলায় আপতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নি তাদের লালা রসের নমুনা সংগ্রহ করে সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। তবে ৬৪ বিদেশী তবলিঘি জামাত সদস্যরা দিল্লির নিজামুদ্দিনে যোগ দিয়েছিল কিনা তা এখনও জানা যায় নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.