Header Ads

আজ ছিল চতুর্থ দফার আর্থিক প্যাকেজের ঘোষণা, জেনে নিন বিস্তারিত

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ হাজার কোটি আর্থিক প্যাকেজের চতুর্থ দফার পদক্ষেপের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চতুর্থ দফার আর্থিক প্যাকেজ ঘোষণার বিষয় ছিল লগ্নি ও কর্মসংস্থান। এদিন বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্মসংস্থানের লক্ষ্যে নয়া শিল্প এবং লগ্নি টানতে কেন্দ্র সরকারের চিন্তাভাবনা স্পষ্টভাবে জানান। জেনে নেওয়া যাক ঠিক কোন কোন বিষয় বৈঠকের মাধ্যমে তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী - ১.খনিজ পদার্থ,প্রতিরক্ষা উৎপাদন,আকাশসীমা ব্যবস্থাপনা,এমআরও,বিদ্যুৎ বন্টন সংস্থা,পরমাণু বিদ্যুৎ, মহাকাশ ক্ষেত্র ও কয়লা এই সমস্ত বিষয় গুলির উপর ঘোষণা করা হয়। ২. বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার। ঘোষণা করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণের শুরু করা হবে। ৩. খুলে দেওয়া হলো প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি লগ্নির পথ। ৭৪ শতাংশ বাড়িয়ে দেওয়া হল এফডিআই-এর সর্বোচ্চ সীমা। ৪. প্রসারিত করা হয়েছে বিমানবন্দর পরিচালনায় বেসরকারিকরণের পথ। ৫. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কয়লা উৎপাদনে ক্ষেত্রে আত্মনির্ভরতার বৃদ্ধির উপর আরও জোর দিতে বলেছেন। তিনি বলেন, দেশে রয়েছে বিপুল পরিমাণ কয়লা। এবার কয়লা উত্তোলনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর জন্য সুযোগ করে দেওয়া হলো কেন্দ্র সরকার থেকে। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে কয়লা উত্তোলনের ভার। ৬. চতুর্থ দফার অর্থ প্যাকেজের বিস্তারিত ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন সময়ে দেশের সংস্কারের ওপর জোর দিয়েছেন। সাথে তিনি এও জানান ব্যবসায় সরলীকরণের প্রক্রিয়া চলছে। ৭. মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে জোর দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.