Header Ads

করোনার জেরে বন্ধ তেল রপ্তানি, সৌদির অর্থনীতিতে ভাঙন

নজরবন্দি ব্যুরোঃ করোনায় থমকে গিয়েছে প্রায় সমগ্র বিশ্ব। অধিকাংশ দেশে লকডাউন জারি থাকায় বন্ধ রয়েছে জান চলাচল। এই পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় রীতিমত ধাক্কার মুখে পড়েছে সৌদি আরবের অর্থনীতি। অশোধিত তেল রপ্তানি বন্ধ হয়ে পড়ায় কিভাবে সে দেশের অর্থনীতি জাগিয়ে রাখা যায় সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তেল বোঝাই জাহাজ পড়ে রয়েছে।
 তা কোন কাজে লাগাতেই পারছেনা সোদি সরকার। সেই আবহে তেল উত্তোলন আপতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। সোদির যুবরাজ মহম্মদ বিন সলমন ইতিমধ্যেই সরকারি খরচ কমিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। অশোধিত খনিজ তেল সরবরাহ করা হত ভারত, আফ্রিকার বহু দেশে। কিন্তু সব দেশেই অর্থনীতির ভাঙন শুরু হয়েছে। ফলে সৌদি সরকারের বিদেশী মূদ্রা হাতে আসার সব পথ বন্ধ। এই অবিস্থায় দেশের অর্থনীতির পতন ঠেকাতে নিজেদের রিয়েল এস্টেট বিক্রির চিন্তা ভাবনা করছে যুবরাজ মহম্মদ বিন সলমন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.