Header Ads

দুর্বল হয়ে পড়ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, বন্ধ হয়ে যেতে পারে মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইট

নজরবন্দি ব্যুরোঃ একের পর এক বিপর্যয় সম্মুখীন হতে হচ্ছে গোটা বিশ্বকে। ২০২০ শুরুতেই করোনা ভাইরাসের মত মহামারী কবলে পড়তে হয়েছে গোটা বিশ্বকে।মৃত্যু-মিছিল দেখা গেছে গোটা বিশ্ব জুড়ে।করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব তার মাঝেই বাংলা এবং ঔড়িষায় নেমে এলো সুপার সাইক্লোন আমফান ঝড়।এই আমফান একেবারে তছনছ করে দিয়েছে বাংলার অধিকাংশ জেলাকে। এই আমফানের তান্ডব থেকে এখনও নিজেদের কাটিয়ে উঠতে পারেননি বাংলার মানুষ।ফের বিশ্বজুড়ে ঘটতে চলেছে আরো এক ভয়াবহ ঘটনা। না এটি কোন রোগ বা সাইক্লোন নয়।বরং তার থেকেও বড় কিছু।ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও তাদের তোলা কিছু স্যাটেলাইট ছবি ও তথ্য কে নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে জানিয়েছেন, ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এরপর হতে পারে ভয়াবহ।
বিজ্ঞানীরা জানান পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত।ভূপৃষ্ঠে এর আয়তন প্রায় ২৫ থেকে ৬৫ মাইক্রোট্রেসলা।এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের জন্য মহাবিশ্বে ছড়িয়ে থাকা মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পাচ্ছে আমাদের পৃথিবী।বৈজ্ঞানিকরা জানিয়েছেন দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল এই চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পরেছে।গবেষকদের মতে এই চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে গেলে পৃথিবীর মেরু পরিবর্তন হতে পারে। গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ এবং ম্যাগনেটিক সাউথের। আজ থেকে প্রায় ৭ লক্ষ ৮০ হাজার বছর আগে এই রকম পৃথিবীর মেরু পরিবর্তন হয়েছিল।বিজ্ঞানীদের মতে এই রকম হলে প্রথমে মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইটের কাজ বন্ধ হয়ে যাবে। এরপর একসময় স্তব্ধ হয়ে যেতে পারে মানবসভ্যতা। তবে এ ঘটনা ঘটতে বহু বছর সময় লাগে তাই চিন্তার কোন ব্যাপার নেই।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.