Header Ads

বিশ্ব উষ্ণায়নকে বাগে আনতে না পারলে মারাত্মক ঘূর্ণিঝড় তৈরি হবে; বললেন সমুদ্র বিজ্ঞানীরা।

নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে লুকিয়ে রয়েছে যত রহস্য। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আতুরঘর এই বঙ্গোপসাগর। সমুদ্র জুড়ে কেন এত তোলপাড়?ওয়েদার আন্ডার গ্রাউন্ড নামে একটি ওয়েবসাইট বলছে বিশ্বের ৩৫ টি সবথেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬ টির জন্মই বঙ্গোপসাগরে। বিশ্ব উষ্ণায়নেই সমুদ্রের এত রুদ্ররোষ, এমনটাই বলছেন বিজ্ঞানীরা।ঘূর্ণা সুপার সাইক্লোন, আয়লা,বুলবুল,আমফান একের পর এক ঘূর্ণিঝড় উঠে এসেছে বঙ্গোপসাগর থেকে। আরব সাগর, ভারত মহাসাগরের তুলনায় বঙ্গোপসাগর থেকে অনেক বেশি ঝড় ধেয়ে আসে ভারতের স্থলভাগে।পরিসংখ্যান বলছেন বিশ্বের ইতিহাসে প্রতি ১০ টি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যে ৮ টির সৃষ্টি বঙ্গোপসাগরে। নথিবদ্ধ ইতিহাসে ৩৫ টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬ টিরই জন্মস্থান বঙ্গোপসাগরে।
 ভূতাত্ত্বিকদের মতে বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি ও অগভীর তলদেশ ঘূর্ণিঝড় তৈরির আসল কারণ। বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা ও আদ্রতা ঘূর্ণিঝড় তৈরির আদর্শ।সারাবছর বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা থাকে ২৮ ডিগ্রি সেলসিয়াস।বিশ্ব উষ্ণায়নেই কী বেশি ঝড়? বিশেষজ্ঞদের মতে বিশ্ব উষ্ণায়নই বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রে আরও উর্বর করছে।মে মাসে প্রথম দু সপ্তাহে বঙ্গোপসাগরের কিছু অংশের তাপমাত্রা চমকে দিয়েছিল পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটিরিওলজির বিজ্ঞানীদের।জলের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠলেই ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়।মে মাসে দেখা গিয়েছে বঙ্গোপসাগরের একাধিক জায়গায় জলের উষ্ণতা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল।
১৯৭৯ থেকে ২০১৭ পর্যন্ত ঘূর্ণিঝড়ের দিক নির্মাণ করে অ্যামেরিকান ন্যাসানাল সায়েন্স অ্যাকাডেমি পত্রিকায় আবহাওয়া বিজ্ঞানীদের একটি গবেষণা পত্র বলছে সাগরের জলের উষ্ণতা বাড়ার সঙ্গে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। উষ্ণায়ন ঘূর্ণিঝড়কে প্রভাবিত করে। বিশেষজ্ঞরা বলছেন সাগরের জলের তাপমাত্রা বেশি থাকলে বাস্পায়ন বেড়ে যায়,তা শুষে ঘূর্ণিঝড় প্রচুর শক্তি সঞ্চয় করে। মৌসম ভবনের তথ্যেও একই ইঙ্গিত রয়েছে। ২০১৭ সালে বঙ্গোবসাগরে ৩ টি,২০১৮ সালে ৪ টি,২০১৯ সালে ৩ টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। ১০ টির মধ্যে ৭ টি ঘূর্ণিঝড় প্রবল আকার নিয়েছিল। সমুদ্রবিজ্ঞানীরা নিশ্চিত অস্বাভাবিক এই উষ্ণতাই আমফানকে প্রবল শক্তিশালী করে তুলেছিল। তাদের সাবধান বানী বিশ্ব উষ্ণায়নকে বাগে আনতে না পারলে সাগরের জল আরও গরম হয়ে উঠবে,আর বঙ্গোপসাগর উষ্ণ হয়ে উঠলে আগামী দিনে আরও বেশি সংখ্যায় মারাত্মক ঘূর্ণিঝড় তৈরি হবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.