Header Ads

টিকা তৈরির দ্বিতীয় পর্বে অক্সফোর্ড, শুরু হল ১০ হাজার বয়স্কদের ওপর পরীক্ষা

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের এর জন্য গবেষণা করছে বহু দেশ। বিজ্ঞানীদের ওপর ভরসা রেখে অপেক্ষায় আছেন সাধারন মানুষ। তবে অক্সফোর্ডের এক টিম আগেই জানিয়েছেন তাদের গবেষণায় আশার আলো দেখা দিয়েছে। প্রথম পর্যায়ে তারা মানুষের ওপর পরীক্ষা আগেই করেছেন। এবার তারা শুরু করতে চলেছেন দ্বিতীয় পর্যার ট্রায়াল।শুক্রবারে তারা ঘোষণা করেছেন যে তারা দ্বিতীয় পর্যায়ের গবেষণা শুরু করতে চলেছেন।এই গবেষণার জন্য ১০,০০০ মানুষকে নিয়োগ করা হয়েছে। সেখানেও ৫৫ বছর কমবয়সীদের নেওয়া হয়েছিল।তবে এবার প্রায় ১০,২০০ জন কে নিয়োগ করা হচ্ছে। তাদের মধ্যে বয়স্করাও রয়েছেন।৭০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ওপর পরীক্ষা করা হবে।
 এমনকি ৫ এবং ২ বছরের শিশুদের ওপর পরীক্ষা করা হবে।তাদের এই ভ্যাকসিন বাঁদরের ক্ষেত্রেও আশাজনক ফল দিয়েছে বলে তারা জানিয়েছেন। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক গিলবার্ট।গিলবার্ট এর কথায় ইতিমধ্যে বহু বয়স্ক মানুষ এই গবেষণায় উৎসাহ দেখিয়েছেন।সে কারণে তাদেরকে গবেষণায় যুক্ত করা হবে এবং দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন মানুষের ওপর এই গবেষণা করানো হবে বলে জানিয়েছেন তিনি।তবে প্রাণীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা ২৮ দিনের মধ্যে তাদের শরীরে ইমিউনিটি দেখা গিয়েছে। এবার অপেক্ষা মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করার।ইঁদুর এবং বাঁদরের ক্ষেত্রে একটি মাত্র ভ্যাকসিন কাজ করেছে এই ভাইরাসকে রোধের ক্ষেত্রে।তবে মানব শরীরে এই ভ্যাকসিন কতটা কাজ করবে তা নিয়ে চিন্তায় আছেন গবেষকরা।মানব শরীরে এই পরীক্ষা সফল হলেই বাজারে আনা সম্ভব হবে করোনা ভাইরাস রোধের এন্টিবডি।   

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.