শার্দুল ঠাকুরের অনুশীলনে নেমে পরা নিয়ে বিরক্ত বোর্ড
নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে ভারতীও খেলার জগতে নেমে এসেছে এক অনিশ্চয়তা। কবে সব কিছু ঠিক হবে কার জানা নেই। এর মধ্যে লকডাউনের পর আউটডোরে অনুশীলনে দেখে গেল এক ক্রিকেটারকে। শার্দুল ঠাকুরই হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি শুরু করলেন অনুশীলন। মহারাষ্ট্রের পালঘর জেলার বইসারে এক স্থানীয় মাঠে তাঁকে দেখা গেল গা ঘামাতে। মহারাষ্ট্র সরকার ব্যক্তিগত অনুশীলনের জন্য অরেঞ্জ ও গ্রিন জোনে স্টেডিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেখানে দর্শকের উপস্থিতিতে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণেই অনুশীলন শুরু করতে পেরেছেন শার্দুল।
কিন্তু তা করতে গিয়েই এবার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ফলে বোর্ডের সঙ্গে আলোচনা না করেই অনুশীলন শুরু করে দেওয়ায় বিতর্কে শার্দুল।সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে শার্দুল এমনটা করতেই পারে না।' বর্তমানে মুম্বইতেই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। লকডাউন শিথিল হয়ে গেলেও কেউই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে করেননি।
কিন্তু তা করতে গিয়েই এবার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ফলে বোর্ডের সঙ্গে আলোচনা না করেই অনুশীলন শুরু করে দেওয়ায় বিতর্কে শার্দুল।সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে শার্দুল এমনটা করতেই পারে না।' বর্তমানে মুম্বইতেই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। লকডাউন শিথিল হয়ে গেলেও কেউই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে করেননি।
কোন মন্তব্য নেই