Header Ads

অত্যাধিক চাপ? আর জি কর হাসপাতালে আত্মহত্যা চিকিৎসকের! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে করোনা সংক্রমন অব্যাহত; সংক্রমনের গতি রোধ করা যাচ্ছে না আমাদের দেশ এবং রাজ্যেও। তার ওপরে রাজ্য সরকারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। রাজ্যপাল থেকে শুরু করে প্রত্যেকটি বিরোধী দল এক সুরে অভিযোগ তুলেছে তথ্য গোপনের। পাশাপাশি রয়েছে রেশন দুর্নীতি। চিকিৎসকদের বিভিন্ন মহলেও প্রশ্ন তোলা হয়েছে অব্যাবস্থার অভিযোগে।
এই অবস্থায় আরজিকর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক চিকিৎসক। সূত্রের খবর, আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংএর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৩৫ বছর বয়স্কা মহিলা চিকিৎসক। ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি।চিকিৎসকের নাম পৌলমী সাহা। ঝাঁপ দিয়ে পড়ার প্রচণ্ড শব্দে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন পৌলমী। আজ তার ফিভার ক্লিনিকে ডিউটি ছিল।
উল্লেখ্য আরজিকর হাসপাতালে এখন পর্যন্ত ১ চিকিৎসক, ১ স্বাস্থ কর্মী এবং ৩ নার্স সহ করোনায় আক্রান্ত ৫ জন।
চিকিৎসকের দেহ ময়না তদন্তে পাথিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 
ঘটনায় তীব্র প্রতিক্রিকা দিয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ স্বাস্থকর্মী-নার্স-চিকিৎসকদের অত্যধিক চাপের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারের উদাসীনতায়।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.