Header Ads

রাতারাতি উত্তরবঙ্গের ৪ জেলা রেড জোনে!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এবার এই ভাইরাস আতঙ্ক নতুন করে দেখা দিল উত্তরবঙ্গে। তথ্য প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি উত্তরবঙ্গের চার জেলা রেড জোন হিসেবে চিহ্নিত হল। অরেঞ্জ জোন থেকে এক রাতেই রেড জোনে পরিণত হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ। স্বাস্থ্যমন্ত্রক থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই তথ্য সামনে আসতেই গোটা রাজ্যে ছড়িয়েছে আতঙ্ক।


আগের সমস্ত তথ্য অনুসারে করোনার সংক্রমণ ছড়ানোর নিরিখে বেশ পিছনের সারিতেই ছিল উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গ্রিন জোনে ছিল।  এরই পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং জলপাইগুড়ি জেলা ছিল অরেঞ্জ জোনে। উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি বৃহস্পতিবার রাত পর্যন্ত সন্তোষজনক ছিল। তাল কাটল শুক্রবারে।

কেন্দ্রের প্রকাশিত তালিকায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের চার জেলাই রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ জেলা এবার রেড জোনের তালিকায়। আলিপুরদুয়ারেও ৪ জনের শরীরে মারণ করোনার সংক্রমণ ধরা পড়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.