Header Ads

লকডাউনের মাঝেই মধ্যপ্রদেশের তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত ৪ নাবালক সহ ৫

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝেই গণধর্ষনের শিকার মধ্যপ্রদেশের এক তরুণী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পাথারে। অভিযুক্ত ৫ জনের মধ্যে চার জনই নাবালক। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে হুলুস্থুল পড়ে গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা তরুণী ভাইয়ের সঙ্গে বাইকে করে বাড়ির বাইরে গিয়েছিলেন। সন্ধ্যে নাগাদ তরুনীর ভাইয়ের বাইকের হেডলাইট খারাপ হয়ে যাওয়ায় একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বাইক ঠিক করছিলেন। তরুণী পাশেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই দুটি বাইকে করে বেশ কয়েকজন এসে তরুণীকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় একটি পরিত্যক্ত বাঁধের কাছে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রথমে একজন তরুণীকে ধর্ষণ করতে থাকে। পরে অন্য চার নাবালক ধর্ষণ করে। শারীরিক ভাবে বিদ্ধস্ত অবস্থায় নির্যাতিতা তরুণী কোনমতে পালিয়ে বাড়ির লোকজনকে ডেকে নিয়ে যায়।
 এরপর ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন হাতেনাতে এক যুবককে ধরে ফেলে। কিন্তু তৎক্ষনাৎ সে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় থানায় গিয়ে নির্যাতিতা তরুণী ও তার পরিবারের লোকজন পুরো ঘটনার কথা খুলে জানান। এরপরই তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলে এসে একটি জামা পড়ে থাকতে দেখে। সেই জামার পকেটে আধার কার্ড মেলে। আধার কার্ডের সূত্র ধরেই একজনকে পাকড়াও করে পুলিশ। পরে বাকিদের খোঁজ করার জন্য গোটা গ্রাম সীল করে তল্লাশি শুরু করে পুলিশ। পরে হাতেনাতে ৪ নাবালক সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাদের নিয়ে যাওয়ার সময় দুজন দৌড়ে পালিয়ে যায়।
 তাদের খোঁজে এখনো চলছে তল্লাশি। অন্যদিকে নির্যাতিতা তরুণী মেডিকেল করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তরুণী। এই ঘটনা প্রকাশ্যে আসায় আরো একবার নিন্দার ঝড় উঠেছে সব মহলে। প্রসঙ্গত লকডাউন চললেও কম দেশে কমছে না অপরাধপ্রবণতা। বিশেষ করে মহিলাদের উপর শারীরিক ও যৌন নির্যাতন অব্যাহত রয়েছে। এর আগে রাজস্থানের জয়পুরে কাছে একটি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক মহিলাকে গণধর্ষণ করে তিন যুবক। এছাড়াও আরো বেশ কয়েকটি ধর্ষণের খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে কখনো খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, কখনো আবার চিকিৎসা করাতে যাওয়া তরুণীকে রাতের অন্ধকারে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে করোনায় যখন ত্রস্ত ভারত, তখনও অপরাধীদল একইভাবে দুষ্কর্ম চালিয়ে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.