Header Ads

রাজ্যে নতুন করে ৬ জেলা রেড জোনে; আতঙ্ক বাড়ছে। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে জেলা গুলিকে তিনটি জোনে ভাগ করা হলেও কেন্দ্রের নির্দেশ ছাড়া হঠাৎ করে কোন জেলাকে সংক্রমণমুক্ত জেলা হিসেবে চিহ্নিত করা চলবে না। এখন থেকে সংক্রমণমুক্ত ঘোষণা করতে গেলে কেন্দ্রের গাইডলাইন মেনে চলতে হবে।ইতিমধ্যেই এমনটা জানিয়ে রাজ্যগুলিকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদন। অন্যদিকে রাজ্যগুলিকে রেড, অরেঞ্জ, গ্রিন জোনের তালিকা কেন্দ্র নতুন করে তৈরি করে পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়া তিনটি জন আলাদা করে কেন্দ্র সরকার পাঠিয়েছে। বাংলার ছয় জেলাকে নতুন করে রেড জোনের আওতায় ফেলেছে কেন্দ্র সরকার। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রেড জোনে রয়েছে। নতুন করেছে এদের জোনের আওতায় ঢুকলো উত্তরবঙ্গের চার জেলা ও দক্ষিণ বঙ্গের দুই জেলা। নতুন জেলা গুলি হল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও মালদা। দক্ষিণবঙ্গের রেট জনের জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসার পর দিল্লিতে ফিরার পরই নতুন করে এই রিপোর্ট দেওয়ায় মনে করা হচ্ছে তাঁদের পর্যবেক্ষণের ছাপ পড়েছে নয়া রিপোর্টে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে অন্ততঃ ২১ দিন একটি জেলায় যদি কোন সংক্রমণ না পাওয়া যায় তবেই তা গ্রীন জোনের আওতায় ফেলা যাবে। তবে সবটাই কেন্দ্রের নির্দেশ মেনে করতে হবে। রাজ্যগুলির ক্ষমতা কিছুটা হলেও খর্ব করা হচ্ছে। রাজ্যে রেড জোন গুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা। অরেঞ্জ জোনগুলি হল মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি। অন্যদিকে গ্রিন জোনগুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.