Header Ads

গ্রিন জোন বীরভূমে আক্রান্ত ৩! সীমানা সিল করেও এড়ানো গেলনা সংক্রমন! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনার থাবা এবার অনুব্রতর গড় বীরভূমে। অনেক চেষ্টা এমনকি জেলার সীমানা সিল করেও অনুরত মণ্ডল নিজের জেলাকে সংক্রমনের হাত থেকে আটকাতে পারলেন না। গতকাল রাতেই গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় একসঙ্গে চার জনের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল। আর এদিন খবর এল বীরভূম থেকে।
উল্লেখ্য কিছুদিন আগেই বিরভূমের তৃনমুল সভাপতি অনুব্রত মণ্ডল ঘষনা করেছিলেন কর্মীদিয়ে সীমানা সিল করার। বিশেষ করে লাগোয়া মূর্শিদাবাদ থেকে যাতে কেউ জেলায় ঢুকতে না পারে সেদিকে নজর ছিল তার। জেলাবাসিকে অভুক্ত থাকতে হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু এত কিছু করেও এড়ানো গেলনা সংক্রমন।
সূত্রের খবর, গত মাসের ২৬ তারিখে মুম্বই থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন  ময়ুরেশ্বরের ৩ বাসিন্দা। যাদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ।
মুম্বাই থেকে ফেরার পর তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদের নাইসেডে। তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে। এতদিন সংক্রমন না ধরাপড়া বীরভূমে এক দিনেই তিন সংক্রমনের খবরে আতঙ্ক ছড়িয়েছে। তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।
বোলপুরের করোনা সংক্রমনের চিকিৎসা করার একটি বেসরকারি হাসপাতালে আইসোলেট করে চিকিৎসা শুরু হয়েছে তাঁদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.