Header Ads

মাত্র ১৪০ কিলোমিটার দূরে আমফান; প্রথম ধাক্কাতেই নদী বাঁধে ধস পাথরপ্রতিমায়! #BreakingNews

cyclone amphan,amphan cyclone,west bengal,super cyclone amphan,amphan cyclone news,cyclone amphan updates,west bengal cyclone,amphan cyclone west bengal,amphan cyclone update,amphan super cyclone,cyclone amphan west bengal,cyclone amphan latest news,cyclone amphan odisha,cyclone amphan live updates,amphan cyclone in west bengal,amphan cyclone tracker,cyclone amphan update,amphan,west bengal amphan cyclone,cyclone in west bengal,super cyclone,amphan in bengal,amphan cyclone live
নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়েছে আমফানের আম্ফালন। এখন আমফান অবস্থান করছে দিঘা থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে। ঝড়ের মূল গতিমূখ রয়েছে সুন্দরবনের দিকেই। এখন আমফান ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে স্থান পরিবর্তন করছে। প্রশাসন সব ধরনের সতর্কতা মূলক ব্যাবস্থা নেওয়ার চেষ্টা করছে; রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোটায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে।
অন্যদিকে আমফানের প্রাথমিক দাপতেই পাথরপ্রতিমায় জি-প্লটের কাছে জগদ্দল নদীর বাঁধে বেশ কিছুটা এলাকাজুড়ে ধস নেমেছে। তীব্র আতঙ্ক পুরো এলাকায়। নদীবাঁধ ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক সমীর জানা। ফ্রেজারগঞ্জ এলাকায় এই মুহূর্তে ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ঝড় বিকেলের দিকে আছরে পড়ার সম্ভাবনা বঙ্গীয় উপকূলে তখন এর গতি থাকবে প্রায় ১৬৫ কিলোমিটার। গতি বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালের যে কোনও সাইক্লোনের চেয়েও আমফানের রূপ এবং শক্তি অনেক বেশি ভয়াবহ। এই ঝড় উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী ও কলকাতা ব্যাপক তাণ্ডব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.