Header Ads

এক দিনে আক্রান্তে রেকর্ড,আর অপরদিকে লকডাউন শিথিল করতে ব্যস্ত প্রশাসন,কোন দিকে এগচ্ছি আমারা?

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে কোনভাবেই করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না। এ যেন এক ভয়াবহ মৃত্যু। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই বলতে পারছেনা। এই পরিস্থিতিতেও কোন নির্দিষ্ট ওষুধ কিংবা প্রতিষেধক না আসায় কিভাবে সংক্রমণ এড়ানোর যাবে তা বলা খুব কষ্টের। এদিকে দেশে চতুর্থবারের জন্য লকডাউন জারি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি কেন্দ্রের রিপোর্টে ঘুম উড়েছে দেশবাসীর। এবার ভারতে ঢুকে পড়েছে লক্ষাধিক সংক্রমনের তালিকা। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি। যা নতুন করে উদ্বেগ আর উৎকণ্ঠা তৈরি করেছে।
 অপরদিকে বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৬১১ জন যা এখনও পর্যন্ত রেকর্ড। যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ প্রশাসন এখনও লকডাউন শিথিল করতে ব্যস্ত।একদিনে এই রেকর্ড বৃদ্ধির ফলে আপাতত দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪০ জনের। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩-এ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.