Header Ads

আর বল পালিশে ব্যবহার করা যাবে না থুথু, জানিয়ে দিল আইসিসি

নজরবন্দি ব্যুরোঃ বল পালিশে ঘাম ব্যবহারে করোনা সংক্রমণের বিশেষ কোনও ভয় নেই। তাই ঘাম ব্যবহারে অনুমতি দিলেও করোনা পরবর্তী সময় ক্রিকেটে লালা ব্যবহারে নিষেধজ্ঞা জারির প্রস্তাব আনল অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। আইসিসি'র ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে বলেন, 'এই মুহুর্তে আমরা ভয়াবহ সময় পার করছি। সেই প্রভাব পড়েছে ক্রিকেটেও। তাই ক্রিকেট নিয়ে বেশি ভাবতে হচ্ছে। সুরক্ষিতভাবে ক্রিকেটকে মাঠে ফেরাতে আমাদের নানা ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা সবাইকে সুরক্ষিত করে, আবারও ক্রিকেটকে মাঠে ফেরাতে চেষ্টা করছি।
 পুরনো বেশ কিছু নিয়ম পরিবর্তন করার সিদ্বান্ত নিচ্ছি। যাতে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি না থাকে।' উল্লেখ্য একাধিক বর্তমান তথা প্রাক্তন ক্রিকেটার বলেন, বল পালিশ না করলে, পেসাররা সুইং পাবেন না। কমে যাবে ব্যাটসম্যান ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। অনেকে আবার বল পালিশের থুতুর ব্যাবহার বন্ধ করা হলে কৃত্রিম কোনও পদার্থ দিয়ে বল পালিশের পক্ষে সওয়াল করেন। যাকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় বল বিকৃতি। এই বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনিল কুম্বলের নেতৃত্বে একটি ক্রিকেট কমিটি গঠন করে আইসিসি।সেই ক্রিকেট কমিটিই এবার, থুতু দিয়ে বল পালিশ পদ্ধতিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল। কিন্তু পালিশের ক্ষেত্রে ঘামের ব্যবহারে এখনও কোনও নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়নি। বলে কোনও কৃত্রিম পদার্থ ব্যবহার, যা বল বিকৃতি বলেই বিবেচিত হয়, তার অনুমতি দেয়নি ক্রিকেট কমিটি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.