Header Ads

কাজ করছে রেমডিসিভির; করোনা রোগীদের উপর প্রয়োগ করার অনুমতি দিল আমেরিকা।

নজরবন্দি ব্যুরোঃ সম্ভবত বিশ্বের জন্যে সুখবর! করোনা সংক্রমন ঠেকাতে কাজ করছে রেমডিসিভির!  কোভিড পজিটিভ রোগীদের উপরে দু’রকম ডোজে ক্লিনিকাল ট্রায়াল করা হচ্ছে। চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। আর সবথেকে আশাপ্রদ ঘটনা হল করোনা রোগীদের উপরে এই ওষুধের সুফল লক্ষ্য করা যাচ্ছে! গিলেড সায়েন্সেসের পরীক্ষায় দেখা গেছে, ইবোলার প্রতিষেধক রেমডিসিভির প্রয়োগে করোনা রোগী অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন! তাই, রেমডেসিভির ড্রাগ কে জরুরি পরিস্থিতিতে কোভিড ১৯ রোগীদের উপর প্রয়োগ করার অনুমতি দিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে গিলেড সায়েন্সেসের সিইও ড্যানিয়েল ও’ডে-কে সাথে নিয়ে ট্রাম্প বলেন, "এটা সত্যিই খুব আশাপ্রদ ঘটনা। হাসপাতালে ভর্তি রোগীদের উপর প্রথম পর্যায়ের প্রয়োগে আমরা খুশি।"
উল্লেখ্য এই ওষুধ দু’টি পর্যায়ে রোগীদের উপর ব্যাবহার করা শুরু হয়েছে।একটি পর্যায়ে পাঁচদিন ধরে একটা নির্দিষ্ট ডোজে রেমডেসিভির খাওয়ানো হয়েছে, অন্য পর্যায়ে, দশ দিন ধরে ওই ওষুধের ডোজ দেওয়া হয়েছে। দুটি ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য মিলেছে, দেখা গেছে সংক্রমন কমেছে খুব দ্রুত।গিলেড সায়েন্সেসের দাবি, করোনার সংক্রমণ শুরুতে ধরা পড়েছে এমন ৬২% রোগী রেমডেসিভির ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছেন।
উল্লেখ্য, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে রেমডেসিভির নিয়ে গবেষণা শুরু হয়েছিল মার্চ মাসে। যার অন্যতম গবেষক ভারতীয় বংশোদ্ভূত অরুণা সুব্রহ্মণ্যম। অরুণা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট ইনফেকসিয়াস ডিজিজ বিভাগের প্রধান ও চিফ ক্লিনিকাল অফিসার।
অন্যদিকে ভারতেও এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে ICMR

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.