Header Ads

করোনা আবহেই টুইটে উস্কানিমূলক পোস্ট, দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উস্কানীমূলক মন্তব্য লেখার অভিযোগে দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করল। জানা গিয়েছে অভিযুক্ত সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের নাম জাফারুল ইসলাম। তাঁরা বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে। রাজধানী পুলিশের স্পেশ্যাল সেল তাঁর বিরুদ্ধে ১২৪এ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের করেছে। সূত্রের খবর করোনা পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার টুইট করেছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান। তিনি তাঁর টুইট পোস্টে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য লেখেন বলে অভিযোগ উঠে ছিল। সেই টুইট নিমেষেই সামাজিক মাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়তে থাকে। তাঁর পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দিল্লিতে। পোস্টে একটি নির্দিষ্ট ধর্মালম্বী মানুষদের টার্গেট করে লেখায় এই অস্থির পরিস্থিতির মাঝেই ব্যাপক আকারে চর্চা হতে শুরু করেছে। তাঁর পোস্ট উস্কানিমূলক মূলক বলেই দাবি করেছে দিল্লি পুলিশ।
কিছু পরে অবশ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিয়ের পোস্টের জন্য ক্ষমাও চেয়েছেন। নিয়েছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান। তাঁর পোস্ট যে উস্কানিমূলক এবং সময়োপযোগী নয় তা কার্যত স্বীকার করে নিয়েছেন। এই পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াতেই দিল্লির এক বাসিন্দা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রাজধানীর অপরাধ দমন শাখা মামলা রুজু করেছে। তাঁর মন্তব্য নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন দেশের একাধিক দলের নেতা নেত্রীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এধরণের মন্তব্য কখনই করা উচিত নয় বলেই মনে করছেন অন্যান্য দলগুলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.