Header Ads

অব্যাহত ম্যাজিক, আক্রান্তের সংখ্যা ৯৬-তে নামিয়ে আনল বিজয়নের কেরল! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বিজ্ঞাপন বা আত্মপ্রচারে নয় কেরলের মুখ্যমন্ত্রী বুঝেছিলেন ভয়ঙ্কর করোনা নামের এই দৈত্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আগেভাগে না নিলে করোনার ভয়ঙ্কর থাবায় উজাড় হবে গোটা কেরল৷ কেরলের সাফল্যের গল্প এখন মিথ, সারা ভারতবর্ষের কাছে একটা মডেল৷ না যাদু ছিল না কেরল সরকারের কাছে ,ছিল পূর্বপ্রস্তুতি। সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে কেরলে৷কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে। সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে৷
কেরলের সাধারণ মানুষ ধন্য ধন্য করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সদিচ্ছা কে। যেভাবে মাঠে ঘাটে না বেরিয়ে প্রশাসন এবং স্বাস্থকর্মীদের নিয়ন্ত্রনের মাধ্যমে জনগন কে সুরক্ষিত করেছেন তিনি তা এক কথায় মিরাকেল।কান্নুরের এক বাসিন্দা তাঁর মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলেন জানি উনি ঈশ্বর মানেন না কিন্তু উনি যা করেছেন তা আসলে ঈশ্বরের কাজ! এদিকে আজকের তথ্য অনুযায়ী চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে নামিয়ে এনেছে কেরল। কিছুক্ষন আগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট করে জানিয়েছেন কেরলে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০০ জন আর মৃত্যু? মাত্র ৩ জনের! এখন চিকিৎসাধীন ৯৬ জন। রাজ্যে এখন পর্যন্ত ৩১ হাজার ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে কোভিড ১৯ এর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজের ট্যুইটারের কভার ছবি বদলেছেন এই করোনা বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে, লেখা রয়েছে We shall Over Come.

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.