কুপ্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেওরের হাতে খুন হন বৌদি
নজরবন্দি ব্যুরো : কুপ্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেওরের হাতে খুন হতে হল বৌদি কাজল সরকারকে। বৌদিকে কুপিয়ে খুন করার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেওর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলার দৌলায়। কাজল সরকারের শশুর ও শাশুড়ীকে ধানতলা থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, ধানতলা থানার দৌলার বাসিন্দা ছিলেন কাজল সরকার। তার বিয়ে হয় প্রতিবেশি লিটন সরকারের সাথে। বিয়ের পর থেকেই কালজ সরকারের উপর অত্যাচার করত শশুরবাড়ির লোকজনেরা। এখানেই শেষ নয়, প্রায় তাকে কুপ্রস্তাব দিত দেওর অর্নব সরকার। কখনোই সেই কুপ্রস্তাবে কর্নপাত করেননি কাজল।
শুক্রবার আবারও বৌদিকে কুপ্রস্তাব দেয় দেওর। তার বিরুদ্ধে প্রতিবাদ করায় হঠাৎ কাজলের উপর আক্রমণ করে দেওর অর্নব। কোপাতে শুরু করে বৌদিকে। ঘটনার পরে কাজলকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিযুক্ত। অবশেষে বাড়ির পাশে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন অভিযুক্ত অর্নব সরকার। মেয়ের পরিবারের লোকজন অভিযোগ যানায় ধানতলা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আটক করে মৃতার শশুর ও শাশুড়ীকে।

No comments