Header Ads

রাজ্যে অব্যাহত সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও! আজকের বুলেটিন #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২৫৭৬ জন। ২৫৭৬জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫৯ জন।
আবার সংক্রমনের গতি বাড়ল হুগলি তে; পাল্লা প্রথম ৩ জেলার সাথে! #Exclusive
 পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।
 অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৩২। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৮৯২ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৭০৬ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত মোট স্যাম্পেল টেস্টের সংখ্যা ৭৭ হাজার ৫৪৩। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৮০০ জনের। উল্লেখ্য, রাজ্যের মোট ৬৮টি করোনা চিকিৎসার হাসপাতালে মোট ৮৫৭০টি বেড রয়েছে, এর মধ্যে আইসিইউ বেড আছে মোট ৯০৭টি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.