তামাক পাতা থেকে ভ্যাকসিন তৈরি সম্ভব; এমনটাই দাবি সিগারেট উৎপাদন সংস্থার।
নজরবন্দি ব্যুরো: করোনা প্রতিষেধক নিয়ে কাজ করছে অনেক দেশ। একের পর এক উঠে আসছে নতুন নতুন দিক। আর সেই প্রতিষেধক তৈরির তালিকায় নতুন এক সংযোজন করতে চলেছে ব্রিটিশ-মার্কিন এক সিগারেট উৎপাদন সংস্থা। তারা দাবি করেছে করোনা প্রতিষেধক তাদের হাতে এসেছে। এখন শুধু মানুষের শরীরে এর পরীক্ষা শুরুর অপেক্ষা। শুক্রবার একটি বিবৃতি জারি করে লন্ডনের লাকি স্ট্রাইক সিগারেট উৎপাদনকারী সংস্থা দাবি করেছে প্রি-ক্লিনিক্যাল টেস্টে সুফল দেখিয়েছে এই প্রতিষেধক। ঔষুধ নিয়ামক সংস্থার অনুমতি পেলেই জুন থেকে মানুষের শরীরে পরীক্ষার কাজ শুরু হবে।
সাফল্য পেলে মানব সভ্যতার এক বড় সমস্যার সমাধান হবে বলে জানায় তাঁরা। সারা পৃথিবীর ওষুধ তৈরির সংস্থাগুলি এখন করোনা প্রতিষেধক বের করার কাজে দিনরাত এক করে দিয়েছে। আমেরিকা, ইউরোপ, চীন ও অন্যান্য অংশে একশোর বেশি সংস্থা কাজ করছে। এই সংস্থা তামাক পাতা ব্যবহার করেছেন করোনা মোকাবিলায়। তাদের দাবি প্রথাগত পদ্ধতি থেকে এই পথে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কয়েক মাসের বদলে লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ। তামাক পাতা থেকে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে মানে তামাকজাত দ্রব্য করোনা মোকাবিলায় সাহায্য করবে এমনটা নয়। হু কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে তামাকজাত দ্রব্য করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
কোন মন্তব্য নেই