Header Ads

এবার থেকে কয়লাক্ষেত্রে বেসরকারিকরণে জোর; ঘোষণা অর্থমন্ত্রীর

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে বড় ঘোষণা করল কেন্দ্রের সরকার। এবার থেকে বেসরকারি সংস্থাও কয়লা উত্তোলন করতে পারবে। আত্মনির্ভর ভারত অভিযানে ২০  লাখ কোটির আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে এদিন চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


কয়লা, খনিজ, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে সংস্কার করার কথা বলেন তিনি। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে অনুমোদন দেওয়ার কথা জানান তিনি। নির্মলা সীতারমন বলেন, "এতদিন কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য ছিল। এবার সেই নিয়মের পরিবর্তন করা হল।এবার থেকে কোলবেড নিলাম করা হবে। নিলামের মাধ্যমেই কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে। এর পাশাপাশি কয়লা খননের পর তা সরিয়ে নেওয়ার জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে। এই পরিকাঠামো তৈরিতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.