Header Ads

বেসরকারি বাসের ভাড়া বাড়ছে না: শুভেন্দু অধিকারী #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২৫৭৬ জন। ২৫৭৬জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫৯ জন।
আবার সংক্রমনের গতি বাড়ল হুগলি তে; পাল্লা প্রথম ৩ জেলার সাথে! #Exclusive
 পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।
 অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৩২। যদিও এই ভাইরাসের সংক্রমণ যাতে না দেশে ভয়ঙ্কর রূপ নিতে পারে সেই কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউনের মধ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের।
অন্যদিকে রাজ্যে লকডাউনের মধ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া বলে জানালেন শুভেন্দু অধিকারি। সরকারি বাসের মতোই বর্তমান ভাড়াতেই রাস্তায় বাস নামাতে হবে বাস মালিকদের। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিলেন পরিবহণ-মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 'বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি অনুমোদন করছে না রাজ্য সরকার।' বাস ভাড়া বৃদ্ধি নিয়ে খবর সত্য নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণ-মন্ত্রী।
বুধবার বাস মালিকদের ৫টি সংগঠনের সঙ্গে বৈঠকের পর রাজ্যে কনটেনমেন্ট জোনের বাইরে বাস চালানোর প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সব নিয়ম মেনে  সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো হচ্ছে কিনা, তা নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরই বৃহস্পতিবার নিজেদের মধ্যে আলোচনার পর বর্তমান ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া দাবি করে প্রস্তাব পরিবহণ দফতরে জমা দিয়েছিলেন বাস মালিকরা। আর আজ সেই দাবি নাকচ করে দিলেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.