Header Ads

লকডাউন করেও কমানো যাচ্ছেনা সংক্রমণ, দেশে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার!

নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনা বিরুদ্ধে লড়াই করছে; মানবজাতি একজোট তবুও রোখা যাচ্ছে না সংক্রমণ। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৯০ হাজার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়াচ্ছে চিন্তাও। কিছু বিজ্ঞানীদের মতে আগামী জুলাই-আগস্টে আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ খবর অনুযায়ী, ভারতে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এক দিনে লাফিয়ে বাড়ল ৪,৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় প্রায় ১২০ জন। আজ সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৪,০০০-র বেশি। ভারতে সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত চারটি রাজ্য- মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু এবং গুজরাত।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২,৮৭২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে, অসমে দু'জনের, বিহারে ৭ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ১২৯ জনের, গুজরাটে ৬২৫ জনের, হরিয়ানায় ১৩ জনের, হিমাচল প্রদেশে ৩ জনের, জম্মু-কাশ্মীরে ১২ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২৪৩ জন, মহারাষ্ট্রে ১১৩৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পুদুচেরি একজন, পঞ্জাবে ৩২ জন, রাজস্থানে ১২৬ জনের, তামিলনাড়ুতে ৭৪ জন, তেলেঙ্গানায় ৩৪ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ১০৪ জন এবং পশ্চিমবঙ্গে ২৩২ জন প্রাণ হারিয়েছেন।তবে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫.০৯ শতাংশ। এদিকে ভারতে করোনা থেকে মৃত্যুহার গতকালের থেকে আজ আরও কমেছে। গতকাল মৃত্যুহার ছিল ৩.২ শতাংশ। আজ সেটা হয়েছে ৩.১৫ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বাড়া ও মৃত্যুহার ক্রমাগত কমা ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.