২০০ কিলোমিটার বেগে রাজ্যের দিকে শক্তি বাড়িয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান।
নজরবন্দি ব্যুরো: গভীর নিম্নচাপ পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে। শনিবার গভীর রাত থেকে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। রবিবারের পর থেকে গতিপথ বদল করার কথা আমফানের। তারপর সে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসবে বলে পূর্বাভাস। এর প্রভাবে মঙ্গলবার থেকে উপকূল সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। এই দুদিন দক্ষিণবঙ্গের এই সাত জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবারে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১৭০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
অবশ্য স্থলভাগের পড়ার আগেই কিছুটা শক্তি হ্রাস করবে এই ঘূর্ণিঝড়। তার পরেও যা ক্ষমতা থাকবে তাতে রাজ্য বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু ভারী বৃষ্টি না সাথে ৬৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের পূর্বাভাস। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। এর প্রভাব উড়িষ্যা ও বাংলাদেশ পড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আসার পর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে চলে যাবে বলে মনে করা হচ্ছে কিন্তু পুরোটাই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের বাক নেওয়ার উপর।
কোন মন্তব্য নেই