Header Ads

করোনার টিকা বাঁদরের শরীরে প্রয়োগে সাফল্য, আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রতিষেধক তৈরির কাজে হাল ছাড়তে রাজি নয় বিশেষজ্ঞরা। এই কারণে আরও একধাপ এগিয়ে গেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাণীদেহে এই পরীক্ষার প্রথম পর্যায়ের ফল মিলেছে। আর তাতেই আশার আলো দেখছেন তাঁরা। বিজ্ঞানীরা জানিয়েছেন আপাতত এই টিকা বাঁদরের শরীরে প্রয়োগ করার পর কোনও রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। পরীক্ষাগারে বাঁদরদের শরীরে প্রথমে করোনা ভাইরাসের প্রতিষেধক প্রয়োগ করা হয় ঠিক তার পরেই করোনা ভাইরাস প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তাতেই দেখা গিয়েছে ওই বাঁদরদের শরীরে কোনও রকম ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া এখনও অবধি দেখা যায়নি তাই আপাতত প্রতিষেধকের উপরে আস্থা রাখছেন বিজ্ঞানীরা।
এর ফলে মানুষের উপরেও এই প্রতিষেধকটি প্রয়োগের ভরসা পাচ্ছেন বিজ্ঞানীরা। অনেক সময় কোনও প্রতিষেধকের প্রয়োগের ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা অতিসক্রিয় হয়ে ওঠে। ফলে অন্যান্য একাধিক মারাত্মক সমস্যা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। তাই মানুষের শরীরে এই প্রতিষেধকটির (ChAdOx1 nCoV-19) কোনও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা, সেটাই এখন দেখে নিতে চান বিজ্ঞানীরা। খুব শীঘ্রই সেই পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.