Header Ads

কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি অনিরুদ্ধ রায়!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন অনিরুদ্ধ রায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে।
এরপর গতকাল রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিরুদ্ধ রায়কে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে নিযুক্ত করা হচ্ছে।

বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা ৭২।  যদিও মাত্র ৪০ টি পদে বিচারপতি ছিলেন । এখনও ৩২ টি পদ শূন্য পড়ে আছে । এর মধ্যে বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায়, কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা আরও এক জন কমে যায়। কিন্তু, অনিরুদ্ধ রায় বিচারপতি নিযুক্ত হওয়ায় আবার সেই সংখ্যাটা দাঁড়াল ৪০-এর ঘরে। 
আদালত  সূত্রে খবর, বিচারপতি অনিরুদ্ধ রায় দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে সুনামের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৫ সালে তিনি আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে প্র‍্যাকটিস শুরু করেন। স্বভাবতই এরকম একজন আইনজীবী বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় সন্তুষ্ট কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বড় অংশ।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.