Header Ads

করোনা নিয়ে চিনের বিরুদ্ধে আবার চাঞ্চল্যকর অভিযোগ আনল আমেরিকা।

নজরবন্দি ব্যুরো: বিশ্বজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা ৩৩ লক্ষ। এই ভাইরাস প্রাণ কেড়েছে গোটা বিশ্বে ২ লক্ষ ৩৫ হাজার মানুষের। আমেরিকার জার্মানি, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ এই মহামারীর জন্য দায়ী করছে চীনকে। চীনের বিরুদ্ধে আমেরিকা গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক বসাতে চলেছেন এরকম একটি ইঙ্গিত দেন এবং তারপরেই বাজারে দেখা দেয় অনিশ্চিয়তা। শুক্রবার হোয়াইট হাউসের নতুন সচিব ক্যালে ম্যাকেনানি চীনের আরেকটি অপরাধের কথা সবার সামনে প্রকাশ করেন। তার কথায় চিন মহামারীর সময়ে এই ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স জানায়নি বিশ্বকে।
 আর চিন দেয় চার কোটি। হু প্রথম থেকেই চীনের পক্ষপাতিত্ব করে যাচ্ছে। গত ৩১ ডিসেম্বর তাইওয়ানের অফিসাররা হুকে সতর্ক করে বলেছিলেন নতুন রোগটি মানুষের দেহ থেকে ছড়াতে পারে কিন্তু হু তা প্রকাশ্যে আনেনি। ৯ই জানুয়ারি চীনের সুরে সুর মিলিয়ে একই কথাই বলেন হু এই রোগ মানুষের দেহ থেকে ছড়ায় না। ১৪ ই জানুয়ারি ফের একই কথা বলেন। ২২ শে জানুয়ারি তারা চীনের প্রশংসা করে এবং ২৩ শে জানুয়ারি উদ্বেগজনক কিছুই ঘটেনি এমনটাই বলেন হু। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.