Header Ads

করোনায় আক্রান্ত রাহুল মহাজন এর বাড়ির রাঁধুনী, স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টাইনে রাহুল

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা ভাইরাস থাবা বসাল টেলিভিশনের পরিচিত মুখ রাহুল মহাজন এর বাড়িতে।প্রয়াত বিজেপি রাজনীতিবিদ প্রমোদ মহাজনের ছেলে হলেন রাহুল।কিন্তু রাহুল টেলিভিশনের খুবই পরিচিত মুখ।বিগ বস,রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে,নাচ বালিয়ের মত একাধিক টেলিভিশনের রিয়ালিটি শোতে দেখা গেছে রাহুল কে।এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে তার বাড়িতে।তার বাড়ি রাঁধুনী করোনা ভাইরাসে আক্রান্ত।আর তারপর থেকে স্ত্রী কে নিয়ে রাহুল ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।
৯ মে রাহুলের রাঁধুনির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।রাহুলের রাঁধুনির পাশাপাশি রাহুল ও তার স্ত্রী ও করোনা টেস্ট করান কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ আসার জন্য তারা ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন।রাহুলের কথায়, আমাদের রাঁধুনি হরিরামের করোনা পজেটিভ রিপোর্ট আশায় আমরা আমি ও আমার স্ত্রী নাতাল্যা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা শুধু চাই ও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। রকম কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সব রকমের সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.