Header Ads

জাতীয় গড়ের থেকে অর্ধেক টেস্ট, ২৩২ টি মৃত্যু; নবান্ন জানাল পরিস্থিতি সন্তোষজনক!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের করোনা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগের থেকে অনেকটাই কমেছে রাজ্যের করোনা সংক্রমনের হার। তিনি জানান জাতীয় সংক্রমনের যা গড় তাঁর থেকে অনেকটাই সংক্রমনের গড় বাংলায়। তাঁর কথায় গত সাতদিনে উল্লেখযোগ্য ভাবে কমেছে সংক্রমণ, সাত দিন আগে যেখানে সংক্রমনের গড় ছিল ৪.৬৯ যা এখন হয়ে দাঁড়িয়েছে ৩.৩৩ শতাংশ। পাশাপাশি রাজ্যে ব্যাপক হারে টেস্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন "গত ৮ মে পর্যন্ত যেখানে ৩৫ হাজারের কিছু বেশি নমুনা টেস্ট হয়েছিল, সেখানে আজ মোট সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭৭ হাজার ২৮৮।" অর্থাৎ প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৮০০ জনের। প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২১ লক্ষ ৩৪ হাজার ২৭৭ টি যা প্রতি ১০ লক্ষ মানুষ পিছু ১ হাজার ৫৪৯। প্রায় রাজ্যের দ্বিগুন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২৫৭৬ জন। ২৫৭৬জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫৯ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৩২। সুস্থ হয়ে উঠেছেন এখন পর্যন্ত ৮৯২।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.