কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভার মেয়াদ শেষে হওয়ার পর বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসক নিয়োগ করা হয়। কিন্তু পুরপ্রশাসক বসানো নিয়ে প্রশাসক বোর্ডকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় কলকাতা পুরসভায় প্রশাসক বসানো মানে পুরআইন লঙ্ঘন করা হয়েছে। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রশাসক বোর্ড নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ নিয়ে জনস্বার্থ মামলার আবেদন জানিয়েছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আগামী জুনে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মেয়াদ শেষের পর কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে আগেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মৌন সংঘাত তৈরি হয়েছিল।রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে পুরসভায় প্রশাসক বসানো নিয়ে তথ্য জানতে চান। কিন্তু তাঁর চিঠির প্রেক্ষিতে কোন উত্তর আসেনি বলে দাবি করেছেন রাজ্যপাল। এরপরই বৃহস্পতিবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে একই তথ্য জানতে চান। এদিনের চিঠিতেও তিনি সংবিধানের ১৬৭ নং অনুচ্ছেদের উল্লেখ করেছিলেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেছিলেন “অনুচ্ছেদ ১৬৭ অনুযায়ী রাজ্যপালের প্রতি দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার এই লাগাতার নীরবতা দুর্ভাগ্যজনক ও অনুচ্ছেদ ১৬৪-এর শপথের পরিপন্থী এবং সংবিধানের স্বত্তা ও ভাবেরও বিরোধী, যা নিশ্চিতরূপে অসমর্থনীয়।”
কোন মন্তব্য নেই