Header Ads

পশ্চিমবঙ্গে ৩১শে মে পর্যন্ত জারি থাকবে লকডাউন; নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। #BreakingNews

coronavirus in india,west bengal,coronavirus in west bengal,coronavirus deaths in west bengal,west bengal news,west bengal coronavirus,west bengal corona virus hindi,corona virus in india,west bengal over precautions,coronavirus west bengal,coronavirus in bengal,bsf jawan tests positive for coronavirus west bengal,coronavirus update in india,corona virus india,west bengal coronavirus news,west bengal cm
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যেও আগামি ৩১শে মে পর্যন্ত চলবে লকডাউন। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য কদিন আগে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং-এও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন লকডাউন বাড়ানোর পক্ষে। আর আজ কেন্দ্র ঘোষিত চতুর্থ দফার লকডাউনের প্রথম দিনে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ৩১শে মে পর্যন্ত লকডাউন চলবে রাজ্যের ক্ষেত্রেও।পাশাপাশি করোনার এই ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যেও আগামী ২১ মে থেকে রাজ্যে সব বড় দোকান খুলবে বলে জানালেন তিনি। জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট।  প্রয়োজনীয় সতর্কতা নিয়েই হকার্স মার্কেট চালু করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কদিন আগেই জাতীর উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন লকডাউন বাড়ানো হবে দেশে। সেই মতই চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের কথা জানিয়ে গতকাল ট্যুইট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আজ থেকে ৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন। এই দফার লকডাউনে ছাড়ের কিছুটা পরিমান বেড়েছে তবে তা প্রত্যাশামত নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মেট্রো রেল ও বিমান পরিষেবা বন্ধ থাকবে। তবে আন্তঃরাজ্য বাস চালানোর বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল ও রেস্তরাঁও।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.