অনলাইন ক্লাস, মিড-ডে মিল ও ফি মকুব নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের কারণে বন্ধ স্কুল-কলেজ, সরকারি - বেসকারি অফিস। চাকুরিজীবী দের বলা হয়েছে ঘরে থেকে কাজ করার জন্য। তেমন ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় সেই কারণে অনলাইনে পড়াশোনা করানো হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে কত জন পড়ুয়া এই সুবিধা নিতে পারছে। দেশে এখন এমন অনেক পড়ুয়া আছে যাদের কাছে অনলাইনে পড়াশোনা করার সুবিধা নেই, বা অর্থের অভাবে তারা এই সুবিধা নিতে পারছে না। করোনা সংক্রমণের ফলে দেশের অদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের ছাত্র সমাজের পক্ষে কয়েকটি সমস্যার সমাধানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে উদ্যোগী হওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছেন পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা। একই চিঠি রাজ্যের শিক্ষামন্ত্রীকেও দেওয়া হয়েছে।
পড়ুয়াদের সমস্যা কথা সমাধানের জন্য পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দাবি,
অনলাইনে ক্লাসের সুবিধা সকলে না পাওয়ার ফলে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি হচ্ছে তা রুখতে সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনা খরচে ইন্টারনেট সুবিধা দিতে হবে। এরকম কিছু ছাত্র-ছাত্রীদের নামের তালিকা নমুনা হিসেবে চিঠির সঙ্গে দিয়েছেন তাঁরা। শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ফি যাতে কার্যকর না হয় এবং তিন মাসের (হোস্টেল ফি সহ) ফি মকুব করতে হবে ও দুটি সেমিস্টারের পরীক্ষা একটি সেমিস্টারে নেওয়ার সিদ্ধান্ত পূনর্বিবেচনা করতে হবে। এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে মিড-ডে মিল সামগ্রী শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দাবি জানিয়েছে পিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। নওফেল মহাঃ সাফিউল্লা জানান, দেশের বিভন্ন প্রান্তে লকডাউনের ফলে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও ছাত্র-ছাত্রী দের ফিরিয়ে আনার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন।
চিকিৎসা সহ সমস্ত জরুরি পরিসেবার সাথে যুক্ত কর্মীদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন৷ পিএসইউ এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা বলেন, অামরা আশা করছি উপরিউক্ত বিষয় গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ পদক্ষেপ নেবেন৷
চিকিৎসা সহ সমস্ত জরুরি পরিসেবার সাথে যুক্ত কর্মীদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন৷ পিএসইউ এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা বলেন, অামরা আশা করছি উপরিউক্ত বিষয় গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ পদক্ষেপ নেবেন৷
Loading...
কোন মন্তব্য নেই