Header Ads

এবার করোনার শিকার গ্রিন জোনে থাকা বীরভূম জেলার ৩ জন!

নজরবন্দি ব্যুরোঃ করোনা প্রকোপের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জায়গাকে ৩ টি জোনে ভাগ করা হয়েছে। গ্রিন, অরেঞ্জ ও রেড জোন। গ্রিন জোনে কোন করোনা আক্রান্তের খবর নেই। কিন্তু এবার সেই গ্রিন জোন বীরভূম জেলাতে থাবা বসাল করোনা। এক প্রৌঢ়া-সহ ৩ জনের শরীরে মিলল করোনার জীবাণু। সূত্রের খবর, রামপুরহাটের নলহোম কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মুর্শিদাবাদে।
 সেই রিপোর্ট মিলতেই জানা যায় তিনজনই করোনা পজিটিভ। মুম্বাই থেকে ফিরে তাঁদের রাখা হয়েছিলো রামপুরহাটের নলহোম কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে অসুস্থ হয়ে পরারা পর তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় মু্র্শিদাবাদে। তাতেই ধরা পরে ঐ তিন জোন মুম্বাই ফেরত ব্যক্তি করোনা পজেটিভ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.