Header Ads

মৃত্যু নিয়ে কেন অডিট কমিটি? রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করলেন দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরোঃ আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপনের পাশাপাশি ত্রাণ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি। এবার রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। রাজ্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মূলত মৃত্যুর সংখ্যা জানতে রাজ্য সরকার কেন অডিট কমিটি গঠন করল তা নিয়ে প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।করোনায় যখন রাজ্যে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ঠিক তখনই রাজ্যের বিরুদ্ধে হচ্ছে একাধিক অভিযোগ। কখনও বিরোধী দলের নেতাকর্মীদের ত্রাণ বিলি করতে দিতে বাধা।
 কখনো আবার রাজ্যের সরকারি ত্রাণেই অস্বচ্ছতা। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তুলতে শুরু করেছিল বিজেপি বাম সহ একাধিক বিরোধী দল। বিজেপির পক্ষ থেকে বারংবার রাজ্যের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল। এরই মাঝে রাজ্যে মৃতের সংখ্যা নিয়ে অডিট কমিটি তৈরীর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটাকে হাতিয়ার করে এবার নেমে পড়েছে রাজ্যের গেরুয়া শিবির। আবার করোনা নিয়ে রাজ্যের তৈরি রিপোর্টের সঙ্গে কেন্দ্রের রিপোর্টে আক্রান্ত সংখ্যার ব্যাপক হেরফের রয়েছে। সব কিছুকে এক করে এক প্রকার রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। সম্প্রতি অভিযোগ পত্র নিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকড়ের দ্বারস্থ হয়েছিল রাজ্যের গেরুয়া শিবির৷
 এবার অডিট কমিটি কেন তৈরি করা হল তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে অডিট কমিটি তৈরি করা হলে তা কোর্টের পর্যবেক্ষণেই তৈরি হোক, এমনটা আবেদন জানান তিনি। তবে আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই সময়টা রাজনীতি করার সময় নয়। সবাইকে একসাথে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।তথচ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেচলেছেন বিজেপি নেতারা। সেই আবহে বিজেপির তরফে দায়ের হল মামলা। অন্যদিকে বিজেপির তরফে দাবি পুলিশকর্মীদেরকেও দেওয়া হোক পিপিই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.