Header Ads

লকডাউন ভেঙে ক্যাটরিনার সাথে দেখা করতে গিয়ে পুলিশ ধরল অভিনেতা বিকি কৌশলকে

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন ভেঙে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিকি কৌশল।আর তখনই পুলিস পাকড়াও করলো বিকি কে।এমনই গুঞ্জন ছড়িয়ে পরেছে বলিপাড়ায়।এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন বিকি।ট্যুইটারে ট্যুইট করে বিকি জানান,লকডাউন শুরু হওয়ার পর থেকে একবারও তিনি নিজের বাড়ি থেকে বেড়ননি।তিনি দেশে একজন সচেতন নাগরিক।
 তিনি সরকারের নিয়ম ভাঙেনি।ক্যাটরিনার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশ তাকে ধরেছেন।একথাও মিথ্যা বলে দাবি করেন অভিনেতা।গত বছর দীপাবিল থেকেই ক্যাটরিনা এবং বিকি কৌশলকে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।তারপর থেকে তাদের কে বিভিন্ন জায়গায় একসাথে দেখা যায়।তবে তারা দুজনে তাদের সম্পর্ককে স্বীকার করেন না বরং গুজব বলে এড়িয়ে যান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.